এত দ্বারা Mirror Financial Management Limited এর সম্মানিীত সকল কাস্টমারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সিদ্ধান্ত মোতাবেক ইন-হাউজ আই.পি.ও. জমার জন্য ৫/- (পাঁচ) টাকা প্রতি বিও একাউন্ট থেকে কর্তন / চার্জ করা হবে, যা আগামী ২৪.০৩.২০১৫ ইং তারিখ থেকে সকল আই.পি.ও. এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ জন্য সম্মানীত সকল কাস্টমারদের আই.পি.ও. জমা দেয়ার সময় অতিরিক্ত ৫/- (পাঁচ) টাকা জমা দেওয়ার জন্য অনরোধ করা হলো। উক্ত বিষয়ে সম্মানীত সকল কাস্টমারদের সহযোগীতা একান্ড কাম্য।