Mirror Financial Management Limited এর সম্মানিত সকল গ্রাহক (BO Account Holder) কে জানানো যাইতেছে যে, আগামী ৩০/০৬/২০২৩ ইং তারিখের মধ্যে বকেয়া পরিশোধ পূর্বক নিজ নিজ BO Account (Cash Account) এ ২০২৩-২০২৪ ইং অর্থ বৎসরের জন্য CDBL Fee বাবদ প্রত্যেক Account এর জন্য ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা প্রদান করার জন্য অনুরোধ করা যাইতেছে। অন্যথায় CDBL (Central Depository Bangladesh Limited) এর নির্দেশ অনুযায়ী উক্ত BO Account সমূহ বন্ধ হয়ে যাবে। আগামী ৩০/০৬/২০২৩ ইং তারিখের পরে সংশ্লিষ্ট Closed BO Account এর জন্য কোম্পানী দায়ী থাকিবে না এবং কোন অনুরোধ গ্রহণযোগ্য হইবে না।এখানে উল্লেখ্য যে, যে সকল বিও হিসাবে (Cash Account) বালেন্স নেগেটিভ কিন্তু শেয়ার আছে সেই সব বিও হিসাবেও নূন্যতম ৪৫০/- থাকা বাঞ্চনীয়। অন্যথায় CDBL (Central Depository Bangladesh Limited) কর্তৃক উক্ত Account Suspend হলে কোম্পানী কোন অবস্থাতেই দায়ী থাকিবে না।