সকল সম্মানিত BO একাউন্ট হোল্ডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমানে CDBL (Central Depository Bangladesh Limited) এর নির্দেশনা অনুযায়ী প্রত্যেক একাউন্ট এর জন্য ব্যবহৃত সঠিক মোবাইল নাম্বার থাকা বাঞ্চনীয়। এমতাবস্থায় সকলএকাউন্ট হোল্ডারদেরকে তাদের নিজ নিজ BO একাউন্ট এর ফোন নম্বর সঠিক আছে কিনা সেটি নিশ্চিত করতে এবং মোবাইল নম্বর না থাকলে / ভুল নাম্বার থাকলে সেটি পরিবর্তনের জন্য Mirror Financial Management Limited এর CDBL Department এর সাথে যোগাযোগ করার জন্য বিনীত নিবেদন করা হলো। আগামী ৩০ জুন ২০২২ ইং তারিখের মধ্যে বিনিয়োগকারী গণ Mirror Financial Management Limited এর CDBL Department কর্তৃক নিজ দায়িত্বে স্ব-স্বমোবাইল নম্বর যাচাই করে নিবেন।এ ব্যপারে আমাদের সকল শাখা ব্যবস্থাপকগণ সার্বিক সহযোগিতা প্রদান করবেন।