করণীয় ও বর্জনীয়
পুঁজি বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্যের মধ্যে নিম্নোক্ত বিষয় গুলো বিবেচনায় নিয়ে জেনে – বুঝে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করবেন।
মৌল ভিত্তি সম্পন্ন কোম্পানী যাচাইয়ের জন্য নিম্নোক্ত বিষয় গুলি বিবেচনায় রাখুন:
• প্রাতিষ্ঠানিক সুশাসন
• সম্পদের পরিমাণ এবং তার যথাযথ ব্যবহার
• নিয়মিত লভ্যাংশ প্রদান এবং লভ্যাংশের হার
• নিয়মিত বার্ষিক সাধারণ সভা করা এবং শেয়ার হোল্ডারদের মতামতের গুরুত্ব প্রদান
• মুনাফা, শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি নীট সম্পদের পরিমাণও উহাদের ধনাত্মক প্রবৃদ্ধি
• সঠিক সময়ে সকল মূল্য সংবেদন শীল তথ্য প্রকাশ
• সিকিউরিটিজ সংক্রান্ত সকল আইন-কানুন, বিধি-বিধান পরিপালন করে কোম্পানী পরিচালনা।
বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য বিবেচ্য বিষয় সমূহ:
• বিগত সময়ে মূল্য উঠানামা পর্যালোচনা
• বাজার, সেক্টর ও সিকিউরিটিজের মূল্য / আয় অনুপাত পর্যালোচনা
• বিনিয়োগের ক্ষেত্রে স্বল্প মেয়াদ, মধ্য মেয়াদ এবং দীর্ঘ মেয়াদে পুঁজি বন্টনের মাধ্যমে পরিকল্পনা
• বিভিন্ন সেক্টর এবং ধরনের সিকিউরিটিজে বিনিয়োগের মাধ্যমে পোর্টফোলি ও গঠন করে বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনা
• বিনিয়োগ সংক্রান্ত বিধি-বিধান এবং লেনদেন সংক্রান্ত নিয়ম-কানুন মেনে চলা
বিনিয়োগ কারীদের জন্য করনীয়ঃ |
• আশাতিরিক্ত লাভজনক বিনিয়োগ প্রলোভন থেকে সাবধান থাকুন। |
• আপনার আয়-ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত বাজেট ও আর্থিক পরিকল্পনা করুন। |
• বিভিন্ন বিনিয়োগ পণ্য ও খাতের ঝুঁকি সম্পর্কে জানুন। |
• সঞ্চয় থেকে কোন সিকিউরিটিজ বা খাতে কত বিনিয়োগ করবেন সিদ্ধান্ত নিন। |
• পর্যাপ্ত বিচার-বিশ্লেষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত নিন। |
• আপনার হিসাবের ক্ষিত সিকিউরিটিজ ও অর্থের বিষয়ে সচেতন থাকুন। |
• বিনিয়োগ সংক্রান্ত আইন-কানুন সম্পর্কে অবগত হয়ে বিধি-নিষেধ মেনে চলুন। |
• পুঁজি বাজারে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানীর আর্থিক অবস্থা, ব্যবস্থাপনা এবং অন্যান্য বিষয়ে ধারণা নিন। |
• বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ-খবর নিয়ে বিনিয়োগ হিসাব খুলুন। |
• বিনিয়োগ সিদ্ধান্ত আপনি নিজে নিন, প্রয়োজনে বিনিয়োগ বিশ্লেষকের সহয়াতা নিন। |
• আপনার আর্থিক পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ধরনের বিনিয়োগের মেয়াদ নির্ধারণ করুন। |
• ঋণ গ্রহণের পূর্বে আপনার ঋণ পরিশোধের সঙ্গতি এবং ঋণের শর্ত সমূহ বিবেচনা করে সিদ্ধান্ত নিন। |
• আপনার কোন অভিযোগ থাকলে স্টক এক্সচেঞ্জ বা কমিশনকে অবহিত করুন। |
• সময়মত বিনিয়োগ এবং বিক্রয় সিদ্ধান্ত গ্রহণ করুন। |
বিনিয়োগ কারীদের জন্য বর্জনীয়ঃ |
• সঞ্চয়ের পুরোটা একই খাতে বিনিয়োগ নয়। |
• আপনার সংগতির অতিরিক্ত ঋণ গ্রহণ করবেন না। |
• কারো দ্বারা প্ররোচিত হয়ে বিনিয়োগ নয়। |
• গুজবের ভিত্তিতে বিনিয়োগ নয়। |
• “বিনিয়োগ মানে নিশ্চিত লাভ”- এই ধারনায় বিনিয়োগ নয়। |
• অনিশ্চিত তথ্য বা চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বিনিয়োগ নয়। |
• অযৌক্তিক অতিরিক্ত দরে বিনিয়োগ নয়। |
• প্রত্যেকটি বিনিয়োগে ক্ষতির ঝুঁকি রয়েছে বিধায় ঝুঁকি বিশ্লেষণ না করে বিনিয়োগ নয়। |
• জ্ঞাত সারে বে-আইনী বা অননুমোদিত কোন খাতে বিনিয়োগ নয়। |
• অপ্রাতিষ্ঠানিক খাতে বিনিয়োগ নয়। |
• কোন অনুমোদনহীন দলিল বা ফরম এ স্বাক্ষর করবেন না। |
• প্রয়োজনীয় অনুমোদন ব্যতীত ইস্যুকৃত কোন সিকিউরিটিজ বা চুক্তি পত্রে- আয়ের হার অনেক বেশী ও কমঝুঁকি পূর্ণ বলে প্রতিশ্রুতি দিলে ও বিনিয়োগ করবেন না। |